[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঢাকায় চলছে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ প্রতিরক্ষা সংলাপ

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দশম দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপের উদ্বোধন অনুষ্ঠান। বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে | ছবি: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দশমবারের মতো দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যেই এ সংলাপ হয়ে আসছে। দুই দিনব্যাপী এই সংলাপ বুধবার ঢাকায় শুরু হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সংলাপের লক্ষ্য হলো, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনার সুযোগ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র ক্রমাগতভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতা দিচ্ছে। প্রতিবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক সদস্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সদস্যরাও বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। দুই দেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা মিশন এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে একসঙ্গে কাজ করে আসছে।

এবারের সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তাক্ষেত্রে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তি রক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হবে। এ ছাড়া প্রশিক্ষণের ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মোতায়েন, কর্মশালা ইত্যাদি বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে আইএসপিআর।

দ্বিপক্ষীয় সংলাপে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জেমস টমাস জন বুধবার বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন | ছবি: আইএসপিআর

এবারের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল জেমস টমাস জন। এ ছাড়া বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিপক্ষীয় সংলাপে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আগামীকাল বৃহস্পতিবার দশম প্রতিরক্ষা সংলাপ শেষ হবে। এর আগে নবম সংলাপ গত বছরের ১৬-২০ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সাল থেকে এই দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ আয়োজন হয়ে আসছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন