[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাড়ে আট বছরের প্রেম, বিয়ের ঘোষণা ফারিণের

প্রকাশঃ
অ+ অ-

বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ | কোলাজ

বিনোদন প্রতিবেদক: দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আজ সোমবার বিকেলে এক ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন ‘নেটওয়ার্কের বাইরে’, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘কারাগার’ সিরিজের অভিনেত্রী ফারিণ।

ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান, দেশের বাইরে থাকেন। ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে আক্‌দ সেরেছেন তাঁরা। কৈশোরে প্রণয়ে জড়ান তাঁরা, তারুণ্যে এসে চার হাত এক হলো। লাল বেনারসি শাড়ি, চুড়ি আর টিকলিতে বিয়ের সাজে দেখা গেছে ফারিণকে, তবে স্বামীর মুখায়ব পুরোটা দেখা যায়নি।

ফারিণ জানান, তাড়াহুড়োর মধ্যে বিয়েটা সেরেছেন তাঁরা; বিয়ের পর দেশের বাইরে গেছেন। তিনি দেশে ফিরলে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের নিয়ে আরেকটি আয়োজন রয়েছে।

ফেসবুক পোস্টে ফারিণ লিখেছেন, ‘আমি তোমার মাঝেই ভালোবাসা খুঁজে পেয়েছি। দিনে দিনে একে অপরে আশ্রয়ে পরিণত হয়েছি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে, কলেজে পড়াকালে আমরা প্রেমে পড়েছি। তুমি আমার জীবনে ছায়ার মতো থেকেছিলে, আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ। আমরা একে অপরকে প্রাধান্য দিয়েছি, নিজেদের লক্ষ্য ও স্বপ্ন পূরণে পাশাপাশি থেকেছি।’

তিনি আরও লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না, আমি একজন স্বামী পেয়েছি। এখন নিজেকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান নারী মনে করছি। শেখ রেজওয়ান, আমাকে জীবনসঙ্গী করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমার পাশে থাকব।’

তাসনিয়া ফারিণ | ছবি: পদ্মা ট্রিবিউন

২০২০ সালে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে ফারিণ বলেছিলেন, ‘আমার বয়স মোটে ২২ বছর চলছে। আমি ভাগ্যবান এই ভেবে, ক্যারিয়ার খুব তাড়াতাড়ি শুরু হয়েছে। এই সময়ে অনেকের পড়াশোনাও শেষ হয় না। বিইউপি (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল) থেকে কেবল বিবিএ শেষ করেছি। মাস্টার্সের পরিকল্পনা আছে। বিয়ের ব্যাপারটি পরিবার থেকে আমার ওপর ছেড়ে দিয়েছে। তার মানে এই নয় যে ৩০ বছর পর বিয়ে করব। কিছুদিন পর হয়তো তাঁরাও পীড়াপীড়ি করবে।’

তাসনিয়া ফারিণ | ছবি: পদ্মা ট্রিবিউন

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন