[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদী হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ

প্রকাশঃ
অ+ অ-

ঈশ্বরদী হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এফ এ আসমা খান | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে চিকিৎসদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল প্রাঙ্গণে অর্ধ শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।

ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এ আসমা খান।

কর্মসূচি উদ্বোধনকালে তিনি বলেন, ‘বৃক্ষরোপণ হাসপাতালে একটি ধারাবাহিক কর্মসূচি কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এ সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে জনজীবনে সৃষ্ট সংকট উত্তরণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সবাইকে বেশি করে বৃক্ষরোপণের আহবান জানান।’

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম, ডাঃ স্বর্না ও স্মৃতিসহ অন্যান্যরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন