[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় রুচি ২য় বিভাগ ফুটবল লীগ শুরু

প্রকাশঃ
অ+ অ-

 খেলা শুরুর আগে অতিথিরা খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন। পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: দীর্ঘ তিন বছর পর জাঁকজমকপূর্ণ আয়োজনে পাবনার মাঠে গড়ালো মাসব্যাপী 'রুচি দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ' প্রতিযোগিতা।

সোমবার বিকেলে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ফুটবল লীগের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল হক মানিক, সহসভাপতি এস মোস্তকিম সবুজ, সদস্য রেজাউল হোসেন বাদশা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার আবু তাহেরসহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় পাবনা সদরের পাইরেটস এফসি ক্লাব ৪-০ গোলে ঈশ্বরদী ফুটবল একাডেমিকে পরাজিত করে শুভ সুচনা করে।

এবারের ফুটবল লীগে পাবনা সদর উপজেলাসহ অন্যান্য উপজেলা থেকে ২৯টি ফুটবল ক্লাব অংশগ্রহণ করছে। এতে ৮টি গ্রুপে মোট ৫৪টি খেলা অনুষ্ঠত হবে।

পাবনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই ফুটবল লীগের পৃষ্টপোষকতা করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ফুড আ্যান্ড বেভারেজ লিমিটেড।

ঈশ্বরদী ফুটবল একাডেমির খেলোয়াড়দের সাথে ছবি তোলেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা। পৌরসভা চত্বরে | ছবি: পদ্মা ট্রিবিউন

এদিকে সোমবার দুপুরে খেলায় অংশগ্রহণকারী ঈশ্বরদী ফুটবল একাডেমির খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজার, সংগঠকসহ সংশ্লিষ্ট সবাইকে ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানান। পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, খেলার কোচ আতিকুল তারা এসময় উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন