[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

করোনা শনাক্ত ৯৪ জনের

প্রকাশঃ
অ+ অ-

করোনা রোগী শনাক্ত হচ্ছে | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮০ জনই আক্রান্ত হয়েছেন ঢাকায়। তবে এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৪।

দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪০ হাজার ২১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৫৭০ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে। তিন বছর পর গত মাসে করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন