[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মস্কো অভিমুখে যাত্রা স্থগিত করেছে ভাগনার গ্রুপ

প্রকাশঃ
অ+ অ-

রাশিয়ার রাজধানী মস্কোগামী সড়কে ভাগনার যোদ্ধারা | ছবি: রয়টার্স

বিবিসি: রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা স্থগিতের ঘোষণা দিয়েছেন ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক অডিওবার্তায় এ ঘোষণা দেন তিনি। ফলে দিনভর চলা উদ্বেগ, উত্তেজনার আপাত অবসান হলো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থততায় মস্কো অভিমুখে যাত্রা বন্ধ করতে রাজি হন প্রিগোশিন।

লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে রশিয়া ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর ভাগনার প্রধান প্রিগোশিন মস্কো অভিযান বন্ধ করতে রাজি হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তেজনা কমাতে সম্ভাব্য একটি গ্রহণযোগ্য উপায় বের করা হবে। পাশাপাশি ভাগনার যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের সম্মতি নিয়েই লুকাশেঙ্কো ও প্রিগোশিন এ বিষয়ে আলোচনা করেছেন।

এর আগে শনিবার রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার বিদ্রোহ ঘোষণা করে। দলবল নিয়ে ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন মস্কোর দিকে এগুতে থাকেন।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন