[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে পদ্মা সেতুর চিত্রকর্ম উপহার প্রধানমন্ত্রীর

প্রকাশঃ
অ+ অ-

পদ্মা বহুমুখী সেতুর চিত্রকর্ম ডেভিড ম্যালপাসকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ছবি: বাসস

ইউএনবি, ওয়াশিংটন: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে পদ্মা বহুমুখী সেতুর একটি চিত্রকর্ম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে ব্যাংকটির নির্বাহী পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় শেষে চিত্রকর্মটি হস্তান্তর করেন শেখ হাসিনা।

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এ উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

২০১২ সালে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ১২০ কোটি ডলারের ঋণ বাতিল করেছিল বিশ্বব্যাংক। কিন্তু বিশ্বব্যাংক তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এ ছাড়া কানাডার আদালত ২০১৭ সালে পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার এ অভিযোগ মিথ্যা বলে এসেছেন। নিজস্ব অর্থায়নে নির্মিত সেতুটি গত বছরের ২৫ জুন  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন