[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এবার বাঘার গুটি আম যাচ্ছে ইতালিতে

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহীর বাঘার গুটি আম যাচ্ছে ইতালিতে। বুধবার বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি বাঘা: রাজশাহীর বাঘা উপজেলায় উৎপাদিত গুটি আম ‘চোরুষা’ যাচ্ছে ইতালিতে। বুধবার বাঘার একজন আমচাষির বাগান থেকে ৩০০ কেজি আম ঢাকার শ্যামপুরের প্যাকেজিং হাউসের উদ্দেশে পাঠানো হয়। প্যাকেজিংয়ের পর কার্গো বিমানে আমগুলো ইতালিতে পাঠানো হবে।

বাঘার পাকুড়িয়া গ্রামের আমচাষি শফিকুল ইসলামের বাগান থেকে আমগুলো ঢাকায় পাঠানো হয়। এবার গুটি আম আগাম পেকে যাওয়ায় রাজশাহীতে গুটি আম পাড়ার তারিখ এগিয়ে আনা হয়েছে। গতবার গুটি আম পাড়ার তারিখ ছিল ১৩ মে। এবার ১০ দিন এগিয়ে ৪ মে করা হয়েছে।  

আমচাষি শফিকুল ইসলাম বলেন, চোরুষা জাতের একটি গুটি আম আগেই পাকে। বাঘার অনেক চাষির বাগানে এখন এই জাতের আম হয়েছে। তিনি বলেন, এবার গরম বেশি হওয়ায় আম আগে পাকা শুরু হয়েছে। স্থানীয় চাষিরা ঈদের সময় থেকে আম পেড়ে খাওয়া শুরু করেছেন।

শফিকুল আরও বলেন, গুটি আম বিদেশে পাঠানোর জন্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তাঁরা আগ্রহ দেখান। আজ ৩০০ কেজি আম প্যাকেজিং করে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁদের প্রতিষ্ঠান ‘সাদি এন্টারপ্রাইজের’ পক্ষ থেকে গত বছর ৩৬ মেট্রিক টন আম ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এবার ২০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তাঁরা।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, ইতালিতে থাকা বাঙালি কমিউনিটির জন্য আমগুলো পাঠানো হচ্ছে। বাঘা থেকে ঢাকার শ্যামপুর প্যাকেজিং হাউসে পাঠানো হয়েছে। সেখান থেকে কার্গো বিমানযোগে ইতালিতে পাঠানো হবে। তিনি বলেন, এবার গুটি আম পাড়ার দিন ঠিক করা হয়েছে ৪ মে। তার আগে কোনো বাগানে আম পাকলে প্রশাসনকে জানিয়ে চাষিরা পাড়তে পারবেন। যাঁদের গাছে আগে পেকেছে, তাঁরা তাঁদের জানিয়েছেন। তাঁরা মাঠে গিয়ে গাছে পাকা আম দেখে তাঁদের পাড়ার অনুমতি দিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন