[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিন্ডিকেটের কারণে বাজারে পেঁয়াজের দাম বেশি: কৃষিমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

পাবনার ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করছেন কৃষিমন্ত্রী। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার উদয়পুর গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি সুজানগর: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে। কৃষকের ঘরে যথেষ্ট মজুত আছে। পেঁয়াজের দাম এত বেশি হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই বাজারে পেঁয়াজের দাম এত বেশি।

মঙ্গলবার দুপুরে দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনের এলাকা পাবনার সুজানগর উপজেলা পরিদর্শন করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। কৃষিমন্ত্রী তাঁতিবন্ধ ইউনিয়নের উদয়পুর গ্রামের কৃষক মাসুদ রানার বাড়িতে ‘ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে’ পেঁয়াজ সংরক্ষণাগার ঘুরে দেখেন। এ ছাড়া স্থানীয় চাষিদের সঙ্গে পেঁয়াজের মজুত নিয়ে আলোচনা করেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থ বিসর্জন দিয়ে সরকার পেঁয়াজ আমদানি করবে না। গত দুই বছর কৃষক ভালো দাম পাননি। কৃষকের দাম পেতে হবে। তাই আগেই আমদানি নয়। তিনি নিজে পরিদর্শন করছেন। কৃষি কর্মকর্তারা পরিদর্শন করছেন। দেশে পেঁয়াজের মজুত পর্যালোচনা করে পরে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

কৃষিমন্ত্রী বলেন, তাঁরা চেষ্টা করছেন, পেঁয়াজের সংরক্ষণের সময় কীভাবে বাড়ানো যায়। এ জন্যই আধুনিক প্রযুক্তির সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে। যদি সফল হয়, তাহলে দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে পারবে।

নির্বাচন প্রসঙ্গ টেনে কৃষিমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কে নিষেধাজ্ঞা দিল, কে ভয় দেখাল, চোখ রাঙালো—তা দেখে সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত হবে ১৭ কোটি মানুষের স্বার্থের কথা বিবেচনা করে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন