ঈশ্বরদীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
![]() |
| সরকারি কলেজ ছাত্রলীগের কর্মীরা কৃষকের ধান কাটা, ধান বাড়ি নেওয়া ও মাড়াই করে দিচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে দরিদ্র কৃষক জলিল প্রমানিকের ধান কেটে দিয়েছেন সরকারি কলেজ ছাত্রলীগের কর্মীরা।
শনিবার দিনভর ছাত্রলীগ সমর্থক সোহানুর রহমান সোহানের নেতৃত্বে কর্মীরা উপজেলা সদরের পিয়ারাখালী একালায় ওই কৃষকের জমির ধান কেটে দেন।
এ বিষয়ে জানতে চাইলে সোহানুর রহমান সোহান বলেন, ‘যেকোনও প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা অসহায় মানুষের ধান কেটে দিচ্ছেন। আগামীতেও মানুষের পাশে থেকে মানুষের সেবা করবে ছাত্রলীগ।’
ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় বলেন, শ্রমিকের মূল্য বেশি হওয়ায় মাঠ থেকে পাকা ধান ঘর তুলতে পারছে না কৃষকরা। এ অবস্থায় কৃষকদের ধান কাটতে সহযোগিতা করছে ছাত্রলীগ।
কৃষক জলিল প্রমানিক বলেন, ছাত্রলীগের তরুণ নেতাকর্মীরা তাঁর জমিতে ধান কেটে না দিলে নিজের পক্ষে ধান ঘরে তোলা অনেক কষ্টের ছিল। এই দুঃসময়ে তাঁকে সহযোগিতা করায় তিনি ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ধান কাটায় অংশ নেন– মাহফুজুর আলম ইমন, জিসান হোসেন, রিফাত হোসেন, রাজু, জুবাইদ ইবনে জামান ও মাহিম শেখ প্রমুখ।

Comments
Comments