[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

১০৬ জন ইমাম-মুয়াজ্জিনকে ঈশ্বরদী মেয়রের ঈদ উপহার

প্রকাশঃ
অ+ অ-

১০৬ জন মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিয়েছেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: ঈদ উপলক্ষে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার দিয়েছেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।

মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে ১০৬ জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে পোষাক ও নগদ টাকা তুলে দেন তিনি।

তখন মেয়র বলেন, সমাজের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে খতিব ও ইমাম সাহেবদের ভূমিকা অতন্ত্য গুরুত্বপূর্ণ। তারা দেশের ক্রান্তিলগ্নে এসে সাধারণ মানুষকে নানান সময় বিভ্রান্তি থেকে সর্তক করেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক সচেতনতায় তারা কাজ করেন। সমাজের সকল ধনাঢ্য ব্যক্তিদেও এরকম নানান শ্রেনী পেশার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় পৌরসভার সচিব জহুরুল হক, প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, কাউন্সিলর  কামাল উদ্দিন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম, ওয়াকিল আলম, আবুল হাসেম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল, ইউসুফ আলী প্রধান উপস্থিত ছিলেন।

পৌর মেয়রের কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ঈমাম ও মুয়াজ্জিনরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন