[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: একটি হত্যা মামলার আসামিকে ২০২১ সালে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। কিন্তু পুলিশের কাছে বছর খানেক ধরে তিনি পলাতক ছিলেন। পুলিশ তাঁকে খুঁজছিলও।

সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমানকে (৪৫) অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। শুক্রবার রাতে পাবনা উপজেলা সদরের বাহাদুরপুর গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল মবিন বলেন,  ২০০৮ সালের ২৮ মে  ব্যক্তিগত শক্রতার জেরে পাবনা শহরের রূপকথা রোডে সাদ্দাম হোটেলের পাশে হিরা (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে।  ওই মামলায় পাবনা জেলা ও দায়রা জজ আদালত ২০২১ সালে মৃত্যুদণ্ডাদেশ দেন। মামলার রায় ঘোষণার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পলাতক জীবনযাপন করছিলেন। পাবনা থানা-পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।

তৌহিদুল মবিন আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি পাবনা পৈলানপুর মহল্লার করিম বক্সের ছেলে। তাঁকে পাবনা সদর থানায় সোপর্দ করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন