{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

আজ আমি অনেক অসহায় হয়ে ডিবি অফিসে গিয়েছিলাম: হিরো আলম

প্রকাশঃ
অ+ অ-

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন হিরো আলম | ফেসবুক থেকে

বিনোদন ডেস্ক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। শনিবার বিকেলে সেখানে ডিএমপির ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন তিনি। নিজের ফেসবুকে পেজে তিনি একটি ভিডিও বার্তা দিয়ে এ তথ্য জানিয়েছেন। শেয়ার করেছেন ছবিও। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের প্রশংসা করেছেন।

শনিবার সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন নিজের পেজে। হিরো আলম বলেছেন, ‘হারুন স্যার (হারুন অর রশীদ) অনেক ভালো মানুষ । তিনি আমার অভিযোগ শুনেছেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া আগামী নির্বাচনে আমাকে সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেছেন।’ ‘আজ আমি অনেক অসহায় হয়ে ডিবি অফিসে গিয়েছিলাম’—এ শিরোনামের ভিডিও বার্তায় হিরো আলম বলেন, ‘আমার মাত্র একটাই ইউটিউব চ্যানেল, একটাই ফেসবুক পেজ; সেটাকে স্ট্রাইক মেরে মেরে নষ্ট করার চেষ্টা করছে। আমার কিছু কনটেন্ট তারা নিজেদের নামে লাইসেন্স করে নিয়েছে। আমি এ বিচারটা কার কাছে দেব, বলুন? আমি তো ডিবি অফিসে যেতে চাইনি, কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাইনি, আমি তো কারও দরবারেও যাই না। কারও কাছে সহযোগিতার জন্যও যাই না। তাহলে আপনারা কেন আমাকে মানসিক টর্চারিংয়ে রাখেন সব সময়। আমি তো এ রকম জীবন চাইনি কোনো দিন। আমি তো আর দশটা ছেলের মতো চলাফেরা করতে চেয়েছি, মানুষের মধ্যে থাকতে চেয়েছি।’

ভিডিওতে হিরো আলম আরও বলেন, ‘আমি আজকে একটা অবহেলার পাত্র। মানুষ কেন আমাকে ঘৃণা করে বলুন তো? কেন অবহেলা করে? আমি কি এ রকম জীবন চেয়েছিলাম, চাইনি

শনিবার বেলা আড়াইটার দিকে ব্যক্তিগত সমস্যার অভিযোগ নিয়ে হিরো আলম ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন। প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ডিবি কার্যালয় থেকে বের হন তিনি। পরে সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় হিরো আলম বলেন, ‘ডিবিতে আমাকে ডাকা হয়নি। আপনারা দেখেছেন, চলচ্চিত্রের কিছু লোক আমাকে নিয়ে অকথ্য ভাষায় নানা ধরনের কথা বলছেন। আগে আমাকে কেউ বকা দিলেও প্রতিবাদ করতাম না। কিছু চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী আমার বিরুদ্ধে নানা ধরনের কথা ছড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম। এ ছাড়া আমার ফেসবুক ও ইউটিউবের কিছু কনটেন্ট কিছু ব্যক্তি নিজের কনটেন্ট বলে লাইসেন্স করে নিয়েছেন। তাঁরা এখন আমার চ্যানেলে স্ট্রাইক দিচ্ছেন, রিপোর্ট করছেন। সব মিলিয়ে আমি নিজেই এখানে এসেছিলাম।’

কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছি। এতে যাঁরা আমাকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন, তাঁদের নাম আছে। এ ছাড়া আমার কনটেন্টে যাঁরা রিপোর্ট করেছেন, তাঁদের নামও আছে।’ তবে কারও নাম উল্লেখ করতে চাননি তিনি।

জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আরাভ–ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে, তা আমি করব। আরাভের বিষয়টি যেহেতু তাঁরা তদন্ত করছেন, যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি দেব। আজকেও এ বিষয়ে অল্প কিছু কথাবার্তা হয়েছে।’

আরাভ পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি, তা জানতেন না দাবি করে তিনি বলেন, ‘এ বিষয়ে ডিবি থেকে আগে কিছু জানানো হয়নি। আমি আরাভের আমন্ত্রণে দুবাই গিয়েছিলাম।

তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে আমি সহযোগিতা করব। তারা আমাকে ডাকলে আমি আসব। তিনি (আরাভ) যদি আসামি হয়ে থাকেন, তাঁকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব। তাই তদন্তের প্রয়োজনে ডাকলে আমি আসব।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন