পিকআপ ভ্যানে নিয়ে যাচ্ছিলেন ২৪ কেজি গাঁজা, ঈশ্বরদীতে অভিযানে ধরা
রোববার রাতে উপজেলার দাশুড়িয়া রেলগেট সংলগ্ন ঈশ্বরদী-ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ধানি হিরাকুঠি গ্রামের আজগর আলীর ছেলে।
ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় জানান, কুড়িগ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছে- এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে দাশুড়িয়া রেলগেট সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে পিকআপ ভ্যান ভর্তি ২৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার এবং মাদক বহনের গাড়িটিও জব্দ করা হয়।
অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার হামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় প্রেরণ করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Comments
Comments