[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে ৫ নারীর হাতে উঠল ‘অগ্রণী সম্মাননা’

প্রকাশঃ
অ+ অ-
অগ্রণী সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত পাঁচজন নারীর সঙ্গে ড্যাফডিলসের স্বত্বাধিকারী আব্দুল মান্নান টিপু, টেরিটরি অফিসার আবিদ লোদি  ও অনুষ্ঠানের প্রধান অতিথি নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। বৃহস্পতিবার উপজেলা সদরের বিমানবন্দর সড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: ঈশ্বরদীর সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ড্যাফডিলসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ সময় ‘ইমব্রেস ইক্যুইটি’ প্রতিপাদ্য সামনে রেখে ব্যবসা ক্ষেত্রে অনুকরণীয় অবদান রাখায় নারী ব্যক্তিত্বকে সম্মান জানানো হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বিমানবন্দর সড়কে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ঈশ্বরদীর পরিবেশকের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। 

আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রধান অতিথির বক্তৃতায়  নারীদের সম্মাননা দেওয়ার জন্য ড্যাফডিলস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা এগিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে দেশের এগিয়ে যাওয়ার চিত্র। নারীর অগ্রগতি না হলে সমাজ এগোতে পারে না। নারীদের এগিয়ে যাওয়ার পথে অনেক বাধাবিপত্তি আসবে। তবে বঙ্গবন্ধুর ভাষায় বলতে হবে, ‘আমাদের কেউ দাবায় রাখতে পারবে না।’

এ আয়োজনে আরও বক্তব্য দেন ড্যাফডিলসের স্বত্বাধিকারী ও ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল মান্নান টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও ড্যাফডিলসের ঈশ্বরদী অঞ্চলের টেরিটোরি অফিসার আবিদ সামসাদ লোদী প্রমুখ।

পরে ব্যবসা ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকার প্রতি সম্মান জানিয়ে আফরোজা খাতুন, আক্তারি বেগম, রেবেকা সুলতানা, তৃপ্তি রানী ও তাসলিমাকে অগ্রণী সম্মাননা- ২০১৩ তুলেও দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত এই নারীরা বললেন, সাহস, মনোবল থাকলে ও পরিবার থেকে সহায়তা পেলে নারীর প্রতিভাকে কেউ দমিয়ে রাখতে পারবে না।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন