[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পরীক্ষায় অংশ না নিলেও বৃত্তির তালিকায় শিক্ষার্থীর নাম

প্রকাশঃ
অ+ অ-

পরীক্ষা | ফাইল ছবি

প্রতিনিধি বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ না নেওয়া এক শিক্ষার্থীর নাম সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়াদের তালিকায় উঠেছে। মঙ্গলবার দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ওই শিক্ষার্থীর নাম দেখে অবাক হন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্টদের জানানো হয়।

অবশ্য ঘোষিত ফলাফলে ভুলভ্রান্তি থাকার কারণে সন্ধ্যায় ফলাফল স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল স্থগিত করা হয়েছে। সংশোধন করে তা আবার প্রকাশ করা হবে।

পরীক্ষায় অংশগ্রহণ না করেও সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর নাম মিথিলা আক্তার। তার বাবার নাম মেহেদুল ইসলাম। গাবতলী উপজেলার পাঁচপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল সে। গাবতলী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তার রোল ১০১১। কিন্তু পরীক্ষায় অজ্ঞাত কারণে অনুপস্থিত ছিল জানা গেছে।

পাঁচপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, এই বিদ্যালয় থেকে দুজন ছেলে এবং ছয়জন মেয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন করেছিল। কিন্তু ১০১১ রোল নম্বরের মিথিলা আকতার পরীক্ষায় অনুপস্থিত ছিল। বাকি ৭ জন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মঙ্গলবার প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে রোল নম্বর ১০১১ ছিল সাধারণ গ্রেডে বৃত্তির তালিকায়।

প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আরও বলেন, ‘পরীক্ষায় অংশগ্রহণ না করেও বৃত্তির তালিকায় একজন শিক্ষার্থীর নাম দেখে হতবাক বনে যাই। পরে মুঠোফোনে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়।’

গাবতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা আকতার বলেন, বিষয়টি মৌখিকভাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। তিনি লিখিতভাবে চিঠি দেওয়ার পরামর্শ দেন। কিন্তু এর মধ্যেই বৃত্তির ফলাফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। পুনরায় যাচাই শেষে বুধবার সংশোধিত ফল প্রকাশ করার কথা রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন