[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাটমোহরে নিখোঁজের ৫ দিন পর শ্রমিকের গলিত লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

পাবনা জেলার ম্যাপ

প্রতিনিধি চাটমোহর: পাবনার চাটমোহরে নিখোঁজের পাঁচদিন পর এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ডাকাতের ভিটা এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন জানান।

নিহত ইসমাইল হোসেন (৩০) উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের প্রয়াত ছানোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

এলাকাবাসীর বরাত দিয়ে থানা পুলিশ জানায়, সোমবার সকালে ওই গ্রামের কয়েকজন কৃষক বিলে যাচ্ছিলেন। এ সময় একটি ভুট্টা ক্ষেত থেকে দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পান তারা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

নিহতের স্ত্রী মাহমুদা খাতুন জানান, তার স্বামী গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি চাটমোহর থানায় একটি জিডিও করা হয়েছিল।

চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন জানান, লাশের ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন