[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহী কলেজে ছাত্র নির্যাতন: ৪ ছাত্রলীগ নেতাকে ৬ মাসের জন্য অব্যাহতি

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী কলেজ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে ছাত্র নির্যাতনের অভিযোগে রাজশাহী মহানগর ও কলেজ শাখা ছাত্রলীগের চার নেতাকে ছয় মাসের জন্য সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক শাহরুখ আলম, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক কাওসার আজম, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য রাজু আহমেদ, ওয়ালিউর রহমানকে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর শাখার সব সাংগঠনিক কার্যক্রম থেকে আগামী ছয় মাসের জন্য অব্যাহতি দেওয়া হলো।

গত বুধবার রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের ছাত্রদের জোর করে দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়াকে কেন্দ্র তাঁদের মারধর করার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগ নেতাদের বৈঠকে বহিরাগত দুই ছাত্রের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সুপারিশের ঘোষণা দেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত।

জানতে চাইলে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ বলেন, সোমবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন