মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচার, পাবনায় গ্রেপ্তার ২
![]() |
| পাবনার বেড়া উপজেলায় মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচারের সময় গ্রেপ্তার দুজন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি পাবনা: মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচারের সময় পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০৫ কেজি গাঁজা জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লার কোতোয়ালি উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও একই জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের শাহাদত হোসেন (২৪)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি ট্রাকে মাছের খাদ্য পরিবহনের আড়ালে গাঁজা পাচার করা হচ্ছে। এ সংবাদের পর জেলার বেড়া পৌর সদরের সিএন্ডবি মোড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে ১০৫ কেজি গাঁজা, ১০০ বস্তা মাছের খাদ্য ও একটি ট্রাক জব্দ করা হয়। আটক করা হয় ওই দুই মাদক ব্যবসায়ীকে।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুজনকে বেড়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাব থেকে যে দুইজনকে থানায় সোপর্দ করেছিল তাদের আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Comments
Comments