শব-ই-মিরাজ ১৮ ফেব্রুয়ারি
প্রকাশঃ
![]() |
নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবারই শেষ হচ্ছে হিজরি ১৪৪৪ সনের জমাদিউস সানি মাস। মঙ্গলবার থেকে রজব মাস গণনা শুরু হবে।
সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানানো হয়েছে।
এদিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ ফেব্রুয়ারি দিনগত রাতে দেশে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে।

Comments
Comments