[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেসির স্বপ্ন পূরণ

প্রকাশঃ
অ+ অ-

বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন লিওনেল মেসি  | ছবি: এএফপি

খেলা ডেস্ক: আট বছর আগে রিও দি জেনেইরোতে বিশ্বকাপ ট্রফির কাছে যেয়েও ছুঁয়ে দেখা হয়নি তার। পেয়েছিলেন সেরা খেলোয়াড়ের ট্রফি। পরের প্রায় এক দশকে অনেক চড়াই-উৎরাই পার হয়েছেন লিওনেল মেসি। এসে গেছেন ক্যারিয়ারের সায়াহ্নে।

শেষ প্রান্তে এসে সবচেয়ে বড় পুরস্কার হাতে উঠল তার। অধরা বিশ্বকাপ জিতলেন মেসি।

বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ক্লাব ফুটবলে সম্ভাব্য সব সম্মানই জিতেছেন। আর্জেন্টিনার জার্সিতে প্রথম শিরোপার স্বাদ পান গত বছর কোপা আমেরিকায়।

তারপরও সন্তুষ্ট ছিলেন না তিনি। তার নজর ছিল ফুটবলের সবচেয়ে আরাধ্য ট্রফির দিকে। ধীরে কিন্তু নিশ্চিন্তে লক্ষ্যে দিকে এগোচ্ছিলেন মেসি।

পঞ্চমবারের চেষ্টায় বিশ্বকাপ জিতলেন মেসি। শুধু জিতলেনই না, পুরো টুর্নামেন্টেই নিজের করে রাখলেন। ফাইনালে জোড়া গোল করার পাশপাশি পেনাল্টি স্পট থেকেও নিজের শটে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক।

টাইব্রেকের শেষ শটটি স্কোর হওয়া মাত্রই উল্লাসে ভেঙ্গে পড়েন মেসি। সতীর্থ সবার কাছে যেয়ে তাদেরকে জড়িয়ে ধরে উদযাপন করেন।

৭টি গোল ও ৪টি অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন মেসি। একই সঙ্গে নিশ্চিত করেন গোল্ডেন বল।

বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে গ্রুপ পর্ব থেকে প্রতিটি রাউন্ডেই গোল করেছেন মেসি।

বিশ্বকাপ ফাইনালের আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন যে এটিই আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। শেষটা এর চেয়ে ভালো করতে পারতেন না মেসি।

ডিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি হিসেবে ম্যারাডোনার ৩৬ বছর পর লুসাইন আইকনিক স্টেডিয়ামে ট্রফি জেতেন মেসি।


Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন