[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেসির পেনাল্টিতে ফাইনালে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশঃ
অ+ অ-

পেনাল্টি থেকে গোলের পর মেসি | ছবি: রয়টার্স

খেলা ডেস্ক: দারুণ সব আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগের পরীক্ষা নিচ্ছিল আর্জেন্টিনা। ২১তম মিনিটে বক্সে দি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

সফল স্পট কিকে আলবেসিলেস্তেদের এগিয়ে নিতে ভুল করেননি লিওনেল মেসি।

এর আগে ফ্রান্সের বিপক্ষে তার একাদশ কেমন হয়, এ নিয়ে ছিল আলোচনা। আনহেল দি মারিয়া পূর্ণ ফিট হলেও তিনি খেলবেন কি না তা নিয়ে ছিল প্রশ্ন। তবে অভিজ্ঞ এই উইঙ্গারকে নিয়েই একাদশ সাজিয়েছেন স্কালোনি।

ফরাসিদের ভয়ঙ্কর আক্রমণ আটকাতে আর্জেন্টিনা নেমেছে দুই সেন্টার ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে নিয়ে। ফুলব্যাক হিসেবে খেলছেন মলিনা ও মার্কোস আকুইনা।

তাদের সঙ্গে তিন মিডফিল্ডার হিসেবে আছেন এঞ্জো ফার্নান্দেস, রদ্রিগো দে পল ও মাক আলিস্তার। আক্রমণের দায়িত্বে লিওনেল মেসির সঙ্গী সেমিফাইনালে জোড়া গোল করা হুলিয়ান আলভারেস ও আনহেল দি মারিয়া। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন