[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাকিস্তানে থানায় জঙ্গি হামলা, চার পুলিশ সদস্য নিহত

প্রকাশঃ
অ+ অ-

প্রতীকী ছবি

পদ্মা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকার বুরগি পুলিশ স্টেশনে (থানা) জঙ্গিদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গতকাল শনিবার রাতে এ হামলা হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।

লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ ডনকে বলেন, ‘মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করেছে এবং ভবনটিতে ঢোকার চেষ্টা করেছে।’ ওই সময় ৬০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বে নিযুক্ত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

শহীদ হামিদ আরও বলেন, পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়েছেন। এরপর হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। লাক্কি শহর থেকে ওই থানায় পৌঁছাতে দেড় ঘণ্টার মতো সময় লাগে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ, নিষিদ্ধ সংগঠন তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে।

আজ সকালে লাক্কি পুলিশ লাইনে নিহত দুই পুলিশ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এক বিবৃতিতে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান হামলার নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পাকিস্তান পিপলস পার্টির টুইটার অ্যাকাউন্টের এক পোস্টে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা জানিয়েছেন। শহীদ পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবাদী ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি উদ্বেগ জানান।

গত ২৮ নভেম্বর তালেবান পাকিস্তান সরকারের সঙ্গে তাদের অস্ত্রবিরতি চুক্তি বাতিল। তারা তাদের সদস্যদের দেশজুড়ে হামলা চালানোর নির্দেশ দেয়। তখন টিটিপির এক বিবৃতিতে বলা হয়, লাক্কি মারওয়াত এলাকায় সামরিক সংস্থাগুলো অবিরত হামলা শুরু করায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন