[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফেনীতে আর্জেন্টিনার ২ হাজার ২২ ফুট পতাকা নিয়ে শোভাযাত্রা

প্রকাশঃ
অ+ অ-

২০২২ ফুট পতাকা ও প্রিয় খেলোয়াড়দের প্রতিকৃতি নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা।  শনিবার বিকেলে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহর কায়সার সড়কে  | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ফেনী: কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনা হাওয়ার ঢেউ বইছে বাংলাদেশের ছোট শহর ফেনীতেও। বিশ্বকাপ ফুটবল সামনে রেখে ফেনীতে ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ‘আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’।

আয়োজকেরা বলছেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আরও বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হবে।

বিশ্বকাপ জিতলে আরও বড় শোভাযাত্রা করতে চান আর্জেন্টিনার সমর্থকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন
 
শনিবার বিকেলে ফেনী পাইলট হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।

আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তিনি বলেন, আর্জেন্টিনা তাঁর প্রিয় দল। মেসি তাঁর প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যের এই পতাকা বানিয়েছেন। ২২ নভেম্বর আর্জেন্টিনা দলের প্রথম খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন।

মেয়র নজরুল ইসলাম বলেন, সাধারণ ফুটবলপ্রেমী লোকজন যেন বিশ্বকাপ খেলা দেখতে পারেন, সে জন্য শহরে একাধিক স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন