[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিশ্বকাপের জন্য যুদ্ধ বন্ধের আহ্বান

প্রকাশঃ
অ+ অ-

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো | ছবি: টুইটার

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর নেতাদের সংগঠন জি-২০ ’র নেতৃবৃন্দের সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

সব ধরনের শান্তি বজায় রাখতে সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানিয়ে ফিফা সভাপতি বলেন, ‘সকলের প্রতি আমার আকুল আবেদন, বিশ্বকাপের মাসে সব ধরনের যুদ্ধ বন্ধ রাখুন। অথবা ন্যূনতম কিছু মানবিক কার্যক্রম চালু রাখুন যাতে করে সংলাপ ও শান্তির পথে আগানো যায়।’

বিশ্বের শীর্ষ অর্থনৈতিক নেতাদের প্রতি আবেদন জানিয়ে ইনফান্তিনো বলেন, ‘আপনারা বিশ্বের শীর্ষ নেতাগণ, বিশ্বের ইতিহাসে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফুটবল এবং বিশ্বকাপ আপনাদের একটি শান্তিপূর্ণ ও একতাবদ্ধ পৃথিবীর সুযোগ করে দিচ্ছে।’

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত কাতারে বিশ্বকাপের ২২ তম আসর চলবে। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে হতে যাওয়া এই বিশ্বকাপ প্রথমবারের মতো নভেম্বরেও হচ্ছে।

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর অভিযোগে এবারের বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। ফলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ইউক্রেন দারুণ এক সুযোগ পেয়েছিল বিশ্বকাপে নিজেদের নাম লেখাতে। কিন্তু প্লেঅফে ওয়েলসের কাছে হেরে আর তা পারেনি। গত বছরের স্বাগতিক রাশিয়া অবশ্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল।

ফিফা সভাপতি ইনফান্তিতে বলেন, বিশ্বের প্রায় পাঁচ শ পঞ্চাশ কোটি মানুষ বিশ্বকাপ ফুটবল দেখবে। তাঁদের কাছে শান্তির বার্তা পৌঁছানোর এই দারুণ সুযোগ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন