[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ হচ্ছে না: সড়ক পরিবহনমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

মহাসড়কে মোটরসাইকেল চলাচল বাড়ে কয়েক গুণ, বেড়েছে দুর্ঘটনাও | ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি: মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হচ্ছে না। তবে তা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে কাজ করবে সরকার। মঙ্গলবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সিদ্ধান্ত জানিয়েছেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমানোর লক্ষ্যে গত কোরবানির ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সুপারিশ করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দেশে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের (এনআরএসসি) আজকের বৈঠকের আলোচ্যসূচিতেও জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বিষয়টি ছিল।

মোটরসাইকেলের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং কীভাবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, এই জনবহুল দেশে এটি বহু বেকারের কর্মসংস্থান।

মহাসড়কে মোটরসাইকেল এবং তিন চাকার যান (নছিমন, করিমন, ইজিবাইক, ভটভটি ইত্যাদি) নিয়ন্ত্রণে একটা নীতিমালা হচ্ছে বলে জানান মন্ত্রী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন