[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ব্যাংকে টাকার সংকট হলে জোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ ব্যাংক | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ব্যাংকের আমানতকারীদের আশ্বস্ত করে বাংলাদেশ ব্যাংক বলেছে, কোনো ব্যাংকে তারল্য সংকট হলে বাংলাদেশ ব্যাংক তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরসন করবে। টাকার সংকট হলে সে ক্ষেত্রে ব্যাংকগুলোকে টাকার জোগান দেওয়া হবে। ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ, সহকারী মুখপাত্র সরোয়ার হোসেন ও সাইদা খানম।

সংবাদ সম্মেলনে জি এম আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। বর্তমানে ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্য রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা। তারল্য ব্যবস্থাপনার জন্য রেপো ও তারল্য সহায়তা নীতি চালু আছে। এ ছাড়া ব্যাংকের পরিদর্শন ও তদারকির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপক তৎপরতা রয়েছে। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তাই আমানত নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার মতো কিছুই ঘটেনি।

সংবাদ সম্মেলনে জি এম আবুল কালাম আজাদ বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ বৈদেশিক মুদ্রা বাজারের চাহিদা ও সরবরাহে অনেকটাই ভারসাম্য অবস্থা ফিরে আসবে।

সহকারী মুখপাত্র ও বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক সরোয়ার হোসেন বলেন, ব্যাংকে তদারকি বাড়ানোর ফলে ঋণপত্র খোলা কমে এসেছে। এতে চলতি হিসাবে যে ঘাটতি ছিল, তাও কমে আসছে। এখন যে ঋণপত্র খোলা হচ্ছে, তার দায় পরিশোধের সময় রপ্তানি ও প্রবাসী আয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে সংকট কেটে যাবে। তখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বৈদেশিক মুদ্রা বাজার।

এর আগে গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন