[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ নারী দল ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ নারী ক্রিকেট দল | ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ড সফরের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার ও পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের মেয়েরা তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবেন। দুই সংস্করণের জন্য একই দল ঘোষণা করেছে বিসিবি।

সবকিছু ঠিক থাকলে ২৪ নভেম্বর নিউজিল্যান্ড সফরে যাবেন বাংলাদেশের মেয়েরা। এক সপ্তাহ অনুশীলনের পর আগামী ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নিগাররা। ৪ ডিসেম্বর ডানেডিনে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ হবে ৭ ডিসেম্বর কুইন্সটাউনে।

১১ ডিসেম্বর ওয়েলিংটনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ১৪ ডিসেম্বর নেপিয়ারে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ১৭ ডিসেম্বর হ্যামিল্টনে তৃতীয় ম্যাচ দিয়ে সফর শেষ হবে নারী দলের।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, মারুফা আক্তার, রাবেয়া খান, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন