[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পদ্মায় জালে উঠে এল ঘড়িয়াল, পরে অবমুক্ত

প্রকাশঃ
অ+ অ-

পদ্মা নদীতে জেলের জালে উঠে আসা ঘড়িয়াল। শুক্রবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে একটি ঘড়িয়াল ধরা পড়েছে। শুক্রবার রাতে ধরা পড়া ঘড়িয়ালটি পরে বন বিভাগের কর্মকর্তারা পদ্মা নদীতে অবমুক্ত করেন।

স্থানীয় লোকজন ও বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার সজল নামের এক ব্যক্তি ভেড়ামারা এলাকায় জাল ফেলেন। রাতে তিনি জাল তুলতে গেলে কুমির আকৃতির প্রাণীটি উঠে আসে। প্রথমে তিনি কুমির ভেবে ভয় পান। পরে নিশ্চিত হন এটি ঘড়িয়াল। এরপর তিনি প্রাণীটিকে পদ্মা নদীর পাড়ে নিয়ে আসেন। এ সময় ঘড়িয়ালটি দেখতে অনেকেই ভিড় করেন। খবর পেয়ে ছুটে আসেন বন বিভাগের কর্মকর্তারা। এরপর রান পৌনে নয়টার দিকে প্রাণীটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের বাসিন্দা আলম মৃধা বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় রাতেও পদ্মা নদীর পাড়ে অনেক মানুষের সমাগম ছিল। ঘড়িয়াল ধরা পড়ার খবর পেয়ে অনেকেই সেটিকে দেখতে আসেন। কেউ কেউ ঘড়িয়ালের সঙ্গে সেলফি তোলেন। পরে প্রাণীটিকে নদীতে অবমুক্ত করা হয়।

একসময় বাংলাদেশের নদ-নদীতে প্রচুর ঘড়িয়াল দেখা যেত বলে জানিয়েছেন ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়াসহ নানা কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। খবর পেয়ে ঘড়িয়ালটি উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। 

অনেকে প্রাণীটিকে মেছো কুমির বলেন জানিয়ে জাহিদুল বলেন, ‘ঘড়িয়ালের প্রধান খাদ্য মাছ। নদীর বালুচরে রোদ পোহাতে পছন্দ করে প্রাণীটি। এগুলো মানুষের কোনো ক্ষতি করে না। বরং বিভিন্ন রাক্ষুসে মাছ খেয়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আমাদের নিজেদের প্রয়োজনে বিলুপ্তপ্রায় এসব প্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন