[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অভিষেকেই বাজিমাত প্রীতির

প্রকাশঃ
অ+ অ-

সৌরভী আকন্দ প্রীতি

প্রতিনিধি ময়মনসিংহ: সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় নান্দাইলের সৌরভী আকন্দ প্রীতির। ১৯ নম্বর জার্সি পরে খেলে সে। প্রথম ম্যাচেই করেছে বাজিমাত।

মঙ্গলবার বিকেলে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শক্তিশালী ভুটানকে ৮-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। সেই ম্যাচের বিরতিতে থুইনু মারমার বদলে নেমে খেলার ৬৮ মিনিট ও ৭৩ মিনিটে দুই গোল এবং অতিরিক্ত সময়ে নিজের তৃতীয় গোলের মাধ্যমে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছেন নান্দাইলের সৌরভী। তারই সফলতায় আনন্দে ভাসছে নান্দাইলবাসী।

সৌরভী আকন্দ প্রীতি নান্দাইল উপজেলা জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের কৃষক আবুল কালাম আকন্দের মেয়ে। পরিবারে ১ ভাই ও ৪ বোনের মধ্যে সৌরভী সবার ছোট ৷ উত্তর জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে খেলার জন্য বিদ্যালয় ত্যাগ করে পার্শ্ববর্তী ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয় ৷

সেখান থেকে অনুশীলনের মাধ্যমে ২০১৮ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে খেলায় অংশ গ্রহণ করে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রংপুর টেপুগাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নান্দাইলের পাচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেন। সে ম্যাচে প্রধানমন্ত্রীর কাছ থেকে সৌরভী আকন্দ প্রীতি ট্রফি ও মেডেল গ্রহণ করে।

সৌরভী অনূর্ধ্ব ১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপে খেলার আগে বাংলাদেশ ফুটবলে ফেডারেশনের যশোর ফুটবল ক্যাম্পে ১ বছর ও নোয়াখালী ফুটবল ক্যাম্পে ৬ মাস প্রশিক্ষণ শেষে বর্তমানে অনূর্ধ্ব ১৫ জাতীয় নারী ফুটবল ক্যাম্পে ১ বছর যাবৎ অনুশীলনে আছে। সে নান্দাইলের বরিল্যা কে এ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়াশোনাও করছে ৷ সৌরভী চাচাতো ভাই রফিকুল ইসলাম রবি বলেন, ‘সে ভালো খেলুক আমরা সেটাই চাই।’

সৌরভীর বাবা আবুল কালাম আকন্দ বলেন, সৌরভী খেলাধুলার জন্য অনেক কষ্ট করেছে। তারপরও খেলাধুলা থেকে সরে আসেনি। আমি চাই মেয়ে দেশ সেরা খেলোয়াড় হউক।’

সৌরভী আকন্দ প্রীতি জানায়, ‘ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল জাতীয় দলে একদিন খেলবো। সেই আশা আমার পূর্ণ হয়েছে। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করতে পেরে আনন্দ লাগছে আমার।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন