[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সোনাতলায় ইউএনওর স্বামীকে লাঞ্ছিতের অভিযোগে আ.লীগ নেতার ছেলে ও নাতি আটক

প্রকাশঃ
অ+ অ-

আটক | প্রতীকী ছবি

প্রতিনিধি বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনের (ইউএনও) স্বামীকে লাঞ্ছিতের অভিযোগে শামিম হোসেন নামের এক ব্যবসায়ী ও তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ লাঞ্ছিতের ঘটনা ঘটে বলে ইউএনও অভিযোগ করেন।

আটক শামিম হোসেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুল আলমের ছেলে। শামিমের সঙ্গে তাঁর এসএসসি পরীক্ষা দেওয়া ছেলেকেও আটক করা হয়েছে। সে এবার সোনাতলা পাইলট উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে। অন্যদিকে ইউএনওর স্বামীর নাম আল আমিন শিকদার। তিনি পেশায় একজন সফটওয়্যার ডেভেলপার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আল আমিন শিকদার তাঁর স্ত্রী সাঈদা পারভীনের সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে সরকারি কোয়ার্টারে থাকেন। সন্ধ্যায় তিনি উপজেলা পরিষদ চত্বরে খেলতে যান। সেখানে আগে থেকে ব্যাডমিন্টন খেলছিলেন উপজেলা পরিষদ–সংলগ্ন এলাকার বাসিন্দা শামিম হোসেন ও তাঁর ছেলে। আল আমিন শিকদার ইউএনওর গাড়িচালককে পাঠিয়ে খেলার মাঠ খালি করে দিতে বললে চালকের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ইউএনওর স্বামী আল আমিনও বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় আল আমিন শিকদারকে মারধর করেন শামিম ও তাঁর ছেলে।

তবে অভিযোগ অস্বীকার করে শামিমের বাবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুল আলম বলেন, উপজেলা পরিষদ চত্বর–সংলগ্ন বাসায় ছেলে ও নাতিকে নিয়ে তিনি বসবাস করেন। বিকেলে উপজেলা পরিষদের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় ইউএনওর বাসার সামনের রাস্তায় গতিরোধকে হোঁচট খেয়ে তাঁর নাতি পড়ে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন ইউএনওর স্বামী। অসাবধানতাবশত তাঁর গায়ে ধাক্কা লাগে। সামান্য এ ঘটনার জেরে ইউএনওর অভিযোগের ভিত্তিতে তাঁর ছেলে ও নাতিকে আটক করে পুলিশ। শামিম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলেও দাবি করেন তিনি।

ইউএনও সাঈদা পারভীন মুঠোফোনে বলেন, ‘আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ। তিনি আমার সঙ্গে সরকারি কোয়ার্টারে থাকেন। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বহিরাগত শামিম নামের এক ব্যক্তি এবং তাঁর ছেলে আমার স্বামীর ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ ঘটনায় আমি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

সোনাতলা থানার ওসি সৈকত হাসান বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে শামিম ও তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ। ইউএনও এ বিষয়ে মামলা দায়েরের কথা জানিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন