[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেছে এনডিসি প্রতিনিধিদল

প্রকাশঃ
অ+ অ-

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘এনডিসি কোর্স-২০২২’-এর প্রশিক্ষণার্থীরা পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, মালি, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তানজানিয়া ও জাম্বিয়ার ১৭ জনসহ ৭৫ প্রশিক্ষণার্থী ছিলেন।

পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকালে পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। এ সময় উভয়ে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ উপলক্ষে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি-এইচআরএম) মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) বেলাল উদ্দিন, পুলিশের লক্ষ্য-উদ্দেশ্য, ইতিহাস-ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অনবদ্য ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। এ সময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা কার্যক্রম, সাম্প্রতিক সময়ে গৃহীত পদক্ষেপ ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার ওপর চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, পুলিশি সেবা প্রদান, সাইবার ক্রাইম, ট্রাফিক ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি সম্পর্কে জানতে চান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন