[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করা হবে: আইজিপি

প্রকাশঃ
অ+ অ-

ঢাকেশ্বরী মন্দিরে বক্তব্য দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নজির আছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসঙ্গে বসবাস করে। কতিপয় দুষ্কৃতকারী কোনো অঘটন ঘটিয়ে এই সহাবস্থান বিনষ্ট করতে চায়।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বনানী পূজামণ্ডপ পরিদর্শন করে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায় দুষ্কৃতকারীরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাতে ভবিষ্যতে কেউ কোনো ধরনের অঘটন ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মানুষ বিশ্রামে গেলে দুষ্কৃতকারীরা সেই নির্জনতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। এ জন্য সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও হিন্দু সম্প্রদায়ের নেতারা বক্তব্য দেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন