[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ঈশ্বরদীর ২ কৃষককে সম্মাননা

প্রকাশঃ
অ+ অ-

সম্মাননা পাওয়া ঈশ্বরদীর দুই কৃষক  শাহজাহান আলী বাদশা ওরফে পেপে বাদশা এবং কৃষানি  নুরুন্নাহার বেগম | ছবি: সংগৃহীত

প্রতিনিধি পাবনা: কৃষিক্ষেত্রে অবদানের জন্য প্রথমবারের মতো ১৩ জনকে সম্মাননা প্রদান করেছে কৃষি মন্ত্রণালয়। তাঁরা দেশের সিআইপির মতোই বিভিন্ন সুবিধা পাবেন। 

আজ বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। 

সম্মাননা পাওয়ার তালিকায় ঈশ্বরদী উপজেলার দুজন কৃষক রয়েছেন। সম্মাননা পাওয়া ঈশ্বরদীর দুই কৃষক হলেন উপজেলার সলিমপুর ইউনিয়নের বখতারপুর গ্রামের কৃষক শাহজাহান আলী বাদশা ওরফে পেপে বাদশা এবং একই ইউনিয়নের কৃষানি  নুরুন্নাহার বেগম। তাঁরা দীর্ঘদিন ধরে নয়া পদ্ধতির মাধ্যমে কৃষির উৎপাদন, বিপণন ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষিপণ্যের সম্প্রসারণ এবং কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। 
 
আয়োজকেরা জানান, এআইপি নীতিমালা অনুযায়ী প্রতিবছর মোট পাঁচটি বিভাগে সর্বোচ্চ ৪৫ জনকে এআইপি সম্মাননা প্রদান করা হবে। এআইপি কার্ডের মেয়াদ এক বছর। 

এআইপি পদক গ্রহণের পর মুঠোফোনে শাহজাহান আলী পেঁপে বাদশা জানান, এআইপি সম্মাননার মধ্য দিয়ে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। 

নুরুন্নাহার বেগম বলেন, কৃষকদের এভাবে সম্মান জানানোর মধ্য দিয়ে প্রমাণিত হলো বর্তমান সরকার কৃষিবান্ধব। তিনি এর জন্য কৃষি বিভাগকে ধন্যবাদ দেন। 

উল্লেখ্য, এআইপিরা সচিবালয়ে প্রবেশের জন্য পাবেন বিশেষ পাস। বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও সিটি কিংবা মিউনিসিপ্যাল করপোরেশন কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। বিমান, রেল, সড়ক ও জলপথে সরকার পরিচালিত গণপরিবহনে পাবেন আসন সংরক্ষণের অগ্রাধিকার। এআইপিরা ব্যবসা বা দাপ্তরিক কাজে বিদেশ ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসাপ্রাপ্তির নিমিত্তে বিশেষ সুবিধা পাবেন। একজন এআইপি তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বাবা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধাপ্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন