[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা সিলগালা, জরিমানা

প্রকাশঃ
অ+ অ-
অনুমোদনহীন নকল উত্তেজক ওষুধ কারখানায় অভিযান। আজ বৃহস্পতিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: পাবনায় অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ তৈরি করার দায়ে ইমপেল ল্যাবরেটরি নামে প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কারখানার ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।  

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকারের নেতৃত্বে ডিবি পুলিশ পাবনার সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ইমপেল ল্যাবরেটরি কারখানায় অভিযান পরিচালনা করে।  

এ সময় অবৈধভাবে তৈরি মানবদেহের জন্য ক্ষতিকারক বিপুল পরিমাণ বিভিন্ন যৌন উত্তেজক জিনসিন সিরাপ, সরবত, বিপুল পরিমাণ ভায়াপেল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তাৎক্ষণিক কোম্পানির ম্যানেজার মিরাজুল ইসলামকে গ্রেপ্তার ও ওই কারখানা সিলগালা করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যানেজার মিরাজুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন