[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাশরাফির পায়ে ২৭ সেলাই

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা | ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক: দুর্ঘটনার শিকার হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

আঘাত পাওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মাশরাফির পায়ে ২৭টি সেলাই দেওয়া হয়েছে।

শনিবার ঢাকায় নিজের বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর এখন তাঁকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।

চোট–আঘাত যেন মাশরাফির পিছু ছাড়ছেই না। কদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগটা খেলেছেন পিঠের চোটের সঙ্গে লড়াই করে। একদিন খেলা শেষে বাসায় ফেরার সময় বাইক দুর্ঘটনার শিকারও হয়েছিলেন তিনি।

অবশ্য চোট–আঘাতের সঙ্গে তাঁর বসবাসটা পুরোনোই। বিভিন্ন সময় চোটে পড়ে তাঁর দুই হাঁটুতেই অস্ত্রোপচার হয়েছে সাতবার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন