[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় স্লুইসগেট দিয়ে ঢুকছে পানি, পাকা ধান তলানোর আশঙ্কা

প্রকাশঃ
অ+ অ-

পাবনার ভাঙ্গুড়ায় পানি উন্নয়ন বোর্ডের পুঁইবিল স্লুইচগেট দিয়ে বন্যার পানি ঢুকে পড়ায় চার হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় পানি উন্নয়ন বোর্ডের পুঁইবিল স্লুইচগেট দিয়ে বিল অঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। ফলে ওই এলাকার ৪ হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রকল্পের ভেতর পানি ঢুকে পড়ায় কৃষকরা ধান কাটতে ব্যস্ত হয়ে পড়েছে। কিছু সংখ্যক কৃষক কোমর পানিতে নেমে ধান কাটছে। পানির মধ্যে পলিথিনের নৌকা বানিয়ে বোরো ধান পরিবহণ করতে দেখা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, স্লুইচগেটে গেটম্যান না থাকায় ও রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন স্লুইচ গেটটি অনেকটা অকেজো হয়ে পড়েছে। নতুন করে স্লুইচগেট নির্মাণের জন্য দাবি জানিয়েছে এলাকাবাসী।

ভাঙ্গুড়া উপজেলার পু্ঁইবিল কৈচারকোনা বোরো স্কিমের মালিক বকুল সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় গুমানি নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় স্লুইচগেটের ভাঙা অংশ দিয়ে প্রকল্পের ভিতরে পানি যাচ্ছে। এরই মধ্যে তিন শতাধিক বিঘা জমির পাকা ধান তলিয়ে গেছে। আজ শনিবার সকালে পানির গতি আরও বেড়ে গেছে। পুঁইবিল গ্রামের কৃষক আব্দুল আলিম বলেন, একদিনে গুমানি নদীর পানি প্রায় দুই হাত বৃদ্ধি পেয়েছে। রাতের মধ্যে স্লুইচগেটের পুরোনো দরজা ভেঙে গেলে ইরি-বোরো প্রকল্প সয়লাব হয়ে যাবে।

উপজেলার তারাপুর গ্রামের কৃষক সোহরাব হোসেন বলেন, খাওয়াসহ একজন শ্রমিককে ৮০০ টাকা দিন দিয়েও প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এই প্রকল্পের অভ্যন্তরে ভাঙ্গুড়া উপজেলার বিল অঞ্চলের দিলপাশার ইউনিয়ন ও খানমরিচ ইউনিয়নের প্রায় চার হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান পেকে রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, ওই প্রকল্পের শতকরা ৩০ ভাগ ধান কাটা হয়েছে। অবশিষ্ট জমির ধানও পেকে গেছে। তাই আকস্মিক বন্যায় আমরাও হতাশ হয়ে পড়েছি। তবে পানি উন্নয়ন বোর্ডের স্লুইচগেটের দরজা বন্ধ থাকায় ওটা নিয়ে আমরা ভাবিনি।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আল আমিন বলেন, গত বৃহস্পতিবার স্লুইচগেটের দরজা বন্ধ করা হয়েছে। তবে পুরোপুরি বন্ধ না হয়ে থাকলে পানি ঢুকতে পারে। আজ পুনরায় চেক করা হবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ঘটনাটি শুনেই সেখানে রওনা করেছি। এ ছাড়া দ্রুত ব্যবস্থা নিতে কৃষি বিভাগ ও পাউবোকে নির্দেশ দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন