[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এক যুগ পর আসছে জেমসের নতুন গান

প্রকাশঃ
অ+ অ-

জেমস | ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক: দেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা মাহফুজ আনাম জেমসের সর্বশেষ মৌলিক গান এসেছিল ১২ বছর আগে। এ সময়ে গান প্রকাশের পরিবেশ না থাকাকে কারণ হিসেবে উল্লেখ করে অনেক গানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জনপ্রিয় এ ব্যান্ড তারকা। এরপর অনেকেই তার নতুন গানের আশা ছেড়ে দিয়েছিলেন।

অবশেষে জেমস নতুন গান প্রকাশের পরিবেশ পেয়েছেন। ফলে ভক্তদেরও অপেক্ষার পালা ফুরোচ্ছে। সেটিও ঈদের আগের রাত অর্থাৎ চাঁদরাতে। ইতোমধ্যে গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণ হয়েছে। এখন কেবলমাত্র চাঁদরাতের অপেক্ষা।

জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে ইউটিউবে বসুন্ধরা ডিজিটাল নামের একটি চ্যানেল থেকে জেমসের নতুন গান প্রকাশিত হবে।

নতুন গান নিয়ে জেমসের প্রত্যাবর্তনের বিষয়ে তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর বলেন, “টানা ১২ বছর পর একক গান নিয়ে হাজির হচ্ছেন জেমস ভাই। এটা আমাদের সবার জন্যই আনন্দের। গানটি প্রকাশ হবে চাঁদরাতে। আর সেই গানটির সঙ্গে অভিষেক হচ্ছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানেরও। এটাও একটা আনন্দের বিষয়।”

দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের নন্দিত এ সঙ্গীতশিল্পী ভারতের বলিউডেও গান গেয়েছেন। সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঝুলিতে ভরেছেন তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন