[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামিনে কারামুক্ত ইভ্যালির চেয়ারম্যান

প্রকাশঃ
অ+ অ-

ইভ্যালির চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিন | ফাইল ছবি

প্রতিনিধি গাজীপুর: ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তিনি ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের স্ত্রী।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিনের কাগজ গতকাল ৫ এপ্রিল কাশিমপুর কারাগারে পৌঁছায়। জামিনের কাগজ যাচাই–বাছাই করে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।

গত ১৬ সেপ্টেম্বর মো. রাসেল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে র‌্যাব। ওইদিন বিকেল পাঁচটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে রাসেলকে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে ১৫ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে আরিফ বাকের নামের একজন গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন