[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বেবিচকের সাবেক প্রধানকে কারাগারে পাঠানোর আদেশ

প্রকাশঃ
অ+ অ-
দুদক কার্যালয়ে গ্রেপ্তার হাবিবুর রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান বলেন, হাবিবুর রহমানকে আদালতে হাজির করা হয়। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সাইদুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

২০২৫ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় হাবিবুর রহমান এজাহারভুক্ত আসামি।

আবেদনে বলা হয়েছে, কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে হাবিবুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলাকালে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। সে কারণেই তাঁকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আবেদনে আরও বলা হয়, তিনি একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

আবেদনে উল্লেখ করা হয়, আসামি মামলা–সংশ্লিষ্ট সাক্ষীদের সাক্ষ্য দিতে বাধা দিচ্ছেন। এতে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া তাঁকে জামিন দেওয়া হলে আলামত নষ্ট করা এবং সাক্ষীদের ওপর প্রভাব বিস্তার করার ঝুঁকি আছে। এসব কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জেলহাজতে রাখার প্রয়োজন রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন