[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পুলিশকে কুপিয়ে আহত করার ঘটনায় স্বেচ্ছাসেবক নেতার ছেলে আটক

প্রকাশঃ
অ+ অ-
ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে লিয়ন | ছবি: পুলিশের সৌজন্যে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাত্রিকালীন তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশের এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকায়।

আহত পুলিশ সদস্যের নাম ইজাউল হক ভূঁইয়া (৪৩)। তিনি হালুয়াঘাট থানায় কর্মরত।

পুলিশ জানিয়েছে, হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে মো. লিয়ন (২৮) এই হামলা চালিয়েছে। ঘটনার পর লিয়ন পালিয়ে যান। পরে আজ শুক্রবার বেলা একটার দিকে তাঁকে আটক করে পুলিশ। এর আগে গতকাল রাতে তাঁর বাবা রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকায় তল্লাশিচৌকি বসায় পুলিশ। একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজনের দল চোরাচালান প্রতিরোধে কাজ করছিল। সাড়ে তিনটার দিকে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।

গভীর রাতে মোটরসাইকেলে দুই যুবকের চলাচল নিয়ে পুলিশের সঙ্গে কথায়-কাটাকাটি শুরু হয় লিয়নের। তিনি পুলিশকে বলেন, কেন তাঁর মোটরসাইকেল থামানো হলো। পুলিশ সদস্যরা ঘটনা জানাতে লিয়নের বাড়িতে গিয়ে তাঁর বাবার কাছে বিষয়টি জানান। ফেরার পথে লিয়ন পুলিশের পিঠে দা দিয়ে কোপ দেন। আহত পুলিশ সদস্যকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

পুলিশকে কুপিয়ে আহত করার পর লিয়ন পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে লিয়নের মোটরসাইকেল থানায় নিয়ে আসে এবং তাঁর বাবা রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান জানান, অভিযুক্ত লিয়নকে আজ বেলা একটার দিকে হালুয়াঘাট মধ্যবাজার থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন