[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘জুলাই যোদ্ধা’ তাহরিমা চাঁদাবাজির মামলায় রিমান্ডে

প্রকাশঃ
অ+ অ-
রিমান্ড শুনানির পর তাহরিমা জান্নাতকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন 

চাঁদাবাজির একটি মামলায় ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন। আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা বিক্ষোভ দেখান।

কালিয়াকৈর থানার ওসি নাসির উদ্দিন বলেন, গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তাহরিমা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আদেশে ক্ষোভ প্রকাশ করেন তাহরিমা। আদালতের গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি চিৎকার করে বলছিলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনোরকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’

তাহরিমার রিমান্ড বিষয়ে তার আইনজীবী রাশিদুল ইসলামকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কাজে ব্যস্ত আছেন এবং পরে সংযোগ কেটে দেন।

এদিকে তাহরিমাকে আদালতে তোলা হবে শুনে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা জড়ো হন। তারা তাহরিমার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে মুক্তি না দিলে সারা দেশে ব্লকেড কর্মসূচি হুঁশিয়ারি দেন।

এজলাসে শুনানি শেষে বিচারক তাহরিমার রিমান্ড মঞ্জুর করলে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা এজলাসের ফটকে বিক্ষোভ শুরু করেন। এই সময় আদালতপাড়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

পুলিশ জানায়, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নাইমুর রহমান (দুর্জয়) নামের একজন সাংবাদিক। এ মামলায় গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করা হয়। তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। মামলায় তার বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, তাহরিমা অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয় দেখানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেলিং-এ জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আছে।

জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা জাতীয় ছাত্রশক্তি কমিটির আহ্বায়ক বশির আহমেদ অপু বলেন, ‘তাহরিমা জান্নাত বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। আমি তাকে চিনি, তবে তিনি আমাদের কমিটিতে নেই।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন