[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচন ও গণভোটের জন্য সরকার-রাজনৈতিক দলসহ সবাই প্রস্তুত: রিজওয়ানা হাসান

প্রকাশঃ
অ+ অ-
রংপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ১৮ জানুয়ারি | ছবি: পদ্মা ট্রিবিউন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন ও সরকার পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রোববার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন রাজনৈতিক দল ও ভোটাররাও প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোট দেবেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘দীর্ঘদিনের নানা ক্ষোভ জমে একটি গণ-অভ্যুত্থান হয়েছিল। সেই গণ-অভ্যুত্থানের মূল দাবি ছিল পরিবর্তন। কোটা সংস্কার দিয়ে শুরু হলেও ছাত্র-জনতা যে ধরনের রাষ্ট্রীয় নির্যাতন ও বর্বরতার মুখে পড়েছিল, তখন থেকেই পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে শুধু একটি নিয়মিত নির্বাচন করে দিয়ে যাওয়ার জন্য আনা হয়নি। তাঁর ভাষায়, ‘তিনটি বড় লক্ষ্য নিয়ে এবং বড় ম্যান্ডেট নিয়ে আমরা শুরু থেকেই কাজ করছি। একটি হলো সংস্কার, দ্বিতীয়টি বিচার, তৃতীয়টি নির্বাচন। সংস্কারের বিষয়ে যাঁরা যাঁর ক্ষেত্রে অভিজ্ঞ, তাঁদের দিয়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশনের মাধ্যমে মতামত নেওয়া হয়েছে।’

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং গণতান্ত্রিক যাত্রার শুভ সূচনার জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে সবাইকে ভেবেচিন্তে মত দেওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা।

অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, বিভাগীয় তথ্য পরিচালক মোফাকখারুল ইকবাল এবং জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বক্তব্য দেন।

দুই দিনের সফরে আজ নীলফামারী ও রংপুরে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আজ রাত ৯টার দিকে তাঁর চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সার্কিট হাউসে সাক্ষাৎ করার কথা রয়েছে। আগামীকাল সোমবার সকালে তিনি তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন