[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় কারা হেফাজতে সংগীতশিল্পীর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলার সংস্কৃতিবিষয়ক সম্পাদক প্রলয় চাকী। ২০২৪ সালে তোলা | ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলার সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী (৬০) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তিনি হৃদ্‌রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেছে।

গত বছরের ১৬ ডিসেম্বর পাবনা শহরের দিলালপুর মহল্লায় নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করা হয়। পরে তাঁকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জেলা কারাগার সূত্র জানায়, গত শুক্রবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রলয় চাকীর ছেলে সনি চাকী বলেন, তাঁর বাবার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তাঁকে হয়রানি করা হয়েছে। কারাগারে বাবার শারীরিক অবস্থার অবনতি হলেও প্রথমে পরিবারকে জানানো হয়নি। তাঁর অভিযোগ, কারাগারে যথাযথ চিকিৎসার অভাবেই বাবার মৃত্যু হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেল সুপার ওমর ফারুক। তিনি বলেন, প্রলয় চাকী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাপত্র অনুযায়ী তাঁকে নিয়মিত ওষুধ দেওয়া হতো। গুরুতর অসুস্থ হওয়ার পরপরই উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

প্রলয় চাকী নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ছিলেন। তিনি পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে নিয়মিত সংগীত পরিচালনা করতেন। বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ বলেন, ‘প্রলয় চাকী রাজনীতির বাইরে একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী ও শিল্পী ছিলেন। তাঁর এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, ‘তিনি এভাবে মারা যাবেন, তা আমরা মেনে নিতে পারছি না। এই মৃত্যু সত্যিই খুব কষ্টের।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন