[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাক্ষাৎকারের আগেই ভিসা বন্ড জমার বিষয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র

প্রকাশঃ
অ+ অ-
ঢাকায় মার্কিন দূতাবাস | ছবি: দূতাবাসের ফেসবুক পেজ

বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা বন্ড বা ভিসায় জামানত আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

ঢাকার মার্কিন দূতাবাস সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সেখানে বাংলাদেশিদের সতর্ক করা হয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড জমা দিলে তা ভিসার নিশ্চয়তা দেবে না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে। তবে ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

১৫ হাজার মার্কিন ডলারের মান বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা, যেখানে প্রতি ডলার হিসেবে গণনা করা হয়েছে ১২২ দশমিক ৩১ টাকা।

দূতাবাস আরও জানায়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয়। ভিসার শর্তাবলি ঠিকভাবে পূরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

এ প্রসঙ্গে ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছিল, বাংলাদেশসহ ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন