নরসিংদীতে হত্যা ও মাদক মামলার আসামির রক্তাক্ত লাশ উদ্ধার
![]() |
| লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। আজ বেলা ১১টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে | ছবি: পদ্মা ট্রিবিউন |
নরসিংদীর রায়পুরা উপজেলায় আহমেদুল কবির (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের কাজী মো. বশির উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কবির মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় আহমেদুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে আরও মানুষ সেখানে জড়ো হয়। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক মো. শফিউল্লাহ জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের ৫–৭টি গভীর কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত, তা চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

Comments
Comments