[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এক সপ্তাহের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ

প্রকাশঃ
অ+ অ-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান | ফাইল ছবি

দেশের সব নির্বাচনকেন্দ্রে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ–সংযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ–সংযোগ দেওয়া সম্ভব নয়, সেখানে জেনারেটর বা সৌরবিদ্যুতের মাধ্যমে বিকল্প সরবরাহের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

আসন্ন পবিত্র রমজান মাস, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব নির্দেশনা দেন তিনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বিদ্যুৎ উপদেষ্টা বলেন, যেসব এলাকায় লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে, সেখানে প্রয়োজন হলে তাৎক্ষণিক বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। পর্যাপ্তসংখ্যক বিদ্যুতের মোবাইল ভ্যান, ডিজেল ও জেনারেটর প্রস্তুত রাখতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থাও রাখতে হবে। এ জন্য সেন্ট্রাল মনিটরিং, লোকাল মনিটরিং টিম ও নির্দিষ্ট ফোকাল পয়েন্ট প্রস্তুত রাখার নির্দেশ দেন তিনি।

সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য জেলা প্রশাসন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে। পল্লী বিদ্যুতের বিভিন্ন টিম কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে নজরদারি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রমজান মাস, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা বাড়বে। এ কারণে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানানো হয়। সভায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংস্থাগুলো অতিরিক্ত চাহিদার সময়ের জন্য তাদের সরবরাহ পরিকল্পনা তুলে ধরে। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার সমন্বয়ের মাধ্যমে এসব পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসির ব্যবহার সীমিত রাখা, অতিরিক্ত আলোকসজ্জা না করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে। এ সময় উপস্থিত ব্যবসায়ী নেতারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। রোজাদারদের যেন কোনো ভোগান্তি না হয়, সে বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে নির্দেশ দেন বিদ্যুৎ উপদেষ্টা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন