[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

প্রকাশঃ
অ+ অ-
অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। আজ রোববার সন্ধ্যায় মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন 

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আরও ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনা আজ রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ। তাঁদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০) ও কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। বাকি ছয়জনের মধ্যে তিনজন বাসের নিচে চাপা পড়ে মারা গেছেন এবং তিনজন ডোবার পানিতে পড়ে নিহত হয়েছেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার দিকে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ ঘটনায় যাত্রীবাহী বাসের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, রেকার দিয়ে বাসটি পাড়ে তোলা হয়েছে। পানির মধ্যে থাকা ইজিবাইকটি এখনও তল্লাশি চলছে। পুরো ডোবা তল্লাশি শেষে জানা যাবে, ভেতরে কোনো মরদেহ রয়েছে কি না। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানিতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন