খুলনায় মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন কর্মসূচি পালিত
![]() |
| খুলনায় মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের রয়েল মোড় এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
খুলনায় মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদবিরোধী ঐক্যজোট।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে আন্দোলনকারীরা নগরের রয়েল মোড়ে অবস্থান নেন। সেখান থেকে তারা নগরের শান্তিধাম মোড় ঘুরে সামসুর রহমান রোডের ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের দিকে মিছিল পরিচালনা করেন।
মিছিল সিভিল সার্জন অফিসের সামনে পুলিশের ব্যারিকেডে আটকে যায়। ব্যারিকেড ভেঙে আরও এগোতে চাওয়া আন্দোলনকারীরা কনভেনশন সেন্টারের সামনে পুলিশে আটকানো হয়। সেখানে তারা সমাবেশ করেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’।
বক্তারা বলেন, ভারতের মাটিতে বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় এবং দেশের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের অভিযোগে তারা এই কর্মসূচি পালন করেছেন। আধিপত্যবাদবিরোধী নেতা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন, কীভাবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়। আওয়ামী সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যার পরিকল্পনা করেছিল। তবে এই সন্ত্রাসীদের ভারত আশ্রয় দেওয়ায় তারা ভুল করেছে। এর ফল ভবিষ্যতে ভালো হবে না। দেশের ওপর দিল্লির কোনো তাবেদারি তারা মানবে না।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে বসে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং কোনো আগ্রাসনের মুখে দেশকে নতজানু হতে দেওয়া হবে না।
বিকেল পৌনে পাঁচটার দিকে আন্দোলনকারীরা আবার রয়েল মোড় চত্বরে ফিরে কর্মসূচি শেষ করেন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, নিরাপত্তার স্বার্থে কয়েক ধাপে ব্যারিকেড স্থাপন করা হয়েছিল। প্রথম ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কিছু স্লোগান ও বক্তব্য দেন। তবে দ্বিতীয় ব্যারিকেড তারা অতিক্রম করতে পারেননি। সেখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি এবং আন্দোলনকারীরা কিছুক্ষণ অবস্থান করেই চলে যান।

Comments
Comments