টঙ্গীতে মোবাইল ব্যাংকিংয়ের কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই
![]() |
| গাজীপুরের টঙ্গীতে বিকাশের প্রতিনিধিকে গুলির পর তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় | ছবি: ভিডিও থেকে সংগৃহীত |
গাজীপুরের টঙ্গীতে মোবাইল ব্যাংকিংয়ের (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস–এমএফএস) এক কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত আটটার দিকে টঙ্গীর আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আটটার দিকে বিকাশ এজেন্টের প্রতিনিধি আরিফ হোসেন (২৭) ও আজাদ (৩২) মোটরসাইকেলে করে টঙ্গী পূর্ব থানার আনারকলি রোড দিয়ে যাচ্ছিলেন। মধুমিতা তিনতলা মসজিদ–সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দু–তিনজন তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাঁদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁরা বাধা দেন। একপর্যায়ে দুর্বৃত্তরা আরিফ হোসেনের বুকের ডান পাশে গুলি করে এবং বুকের বাঁ পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে। সঙ্গে থাকা আজাদকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপর তাঁদের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুজনকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক গুলিবিদ্ধ আরিফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

Comments
Comments